December 6, 2025
দেশ

বিহারে বিজেপির নবনেতৃত্ব: সম্রাট চৌধুরী দলনেতা, উপনেতা বিজয় কুমার সিংহ

পাটনা, ১৯নভেম্বর: বিহার রাজনীতিতে নতুন অধ্যায় রচনা করে বিজেপি বিধানমণ্ডল দল মঙ্গলবার সম্রাট চৌধুরীকে নতুন দলনেতা এবং বিজয় কুমার সিংহকে উপনেতা হিসেবে নির্বাচিত করেছে। বিধায়কদের সর্বসম্মত সমর্থনে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
পার্টির শীর্ষ নেতৃত্ব জানিয়েছে, এনডিএ-র বিপুল জয়ের পর এই নেতৃত্বদল আগামী সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে এবং সংগঠনের ভিত আরও সুদৃঢ় করবে।

বৈঠকে উপস্থিত নেতারা বলেন, সম্রাট চৌধুরীর নেতৃত্বে বিজেপি বিধায়কদল আরও গতিশীল হয়ে কাজ করবে এবং আগামী দিনে উন্নয়ন–কেন্দ্রিক রাজনীতি আরও জোরদার হবে। পাশাপাশি, উপনেতা বিজয় কুমার সিংহকে দলের অভিজ্ঞ মুখ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।দলীয় সূত্র মতে, শীঘ্রই নীতিনির্ধারণী বৈঠক ডেকে নতুন নেতৃত্ব সরকার গঠনের কৌশল ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করবে।

Related posts

Leave a Comment