পুট্টাপার্থি, ১৯নভেম্বর: আন্ধ্রপ্রদেশের পুট্টাপার্থিতে আজ গৌ-দান অনুষ্ঠানে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি শ্রী সত্য সাই ট্রাস্টের প্রাণিকল্যাণমূলক কাজকে “এক অনন্য মানবসেবা” বলে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের ধর্মীয়-সাংস্কৃতিক পরম্পরায় গবাদিপশুর সুরক্ষা ও সেবার গভীর গুরুত্ব আছে। তিনি জানান, ট্রাস্ট যেভাবে পশুর পুনর্বাসন, সেবা ও চিকিৎসার কাজ করছে তা প্রকৃত অর্থে মহৎ উদ্যোগ। মোদির বক্তব্যে উঠে আসে পরিবেশ ও জীবজগতকে সমানভাবে ভালবাসার বার্তা।
গৌ-দান অনুষ্ঠানের মাধ্যমে সমাজে করুণা, সহমর্মিতা ও সেবা-সংস্কৃতির প্রসার ঘটানোই উদ্দেশ্য বলে আয়োজকদের তরফে জানানো হয়।
