মুম্বই, ১৭ নভেম্বর: ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’–র আইকনিক ক্লাইম্যাক্স দৃশ্যে কেন তাঁকে দেখা যায়নি— সেই বহু বছরের প্রশ্নের উত্তর দিলেন অভিনেত্রী হিমানি শিবপুরি। এক সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর স্বামী হঠাৎই মারা যাওয়ার ঠিক পরপরই পরিচালক যশ চোপড়া তাঁকে ফোন করেছিলেন।
কিন্তু মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তিনি শুটিং করতে পারেননি।হিমানি বলেন, “যশজি ফোন করে বলেছিলেন আমাকে শেষ দৃশ্যের শুটিংয়ে দরকার। কিন্তু তখন আমার স্বামী সদ্য চলে গেছেন… আমি কাজ করার অবস্থায় ছিলাম না।”
এই কারণেই ছবির শেষ দৃশ্যে তাঁর চরিত্রটি অনুপস্থিত থাকে।‘ডিডিএলজে’-র দল তাঁকে সম্পূর্ণ সমর্থন জানিয়েছিল বলেও তিনি উল্লেখ করেন। ব্যক্তিগত শোকের সময় ইন্ডাস্ট্রির সহানুভূতির কথা স্মরণ করে অভিনেত্রী বলেন, সেই মুহূর্ত তাঁর জীবনের সবচেয়ে কঠিন সময়গুলির একটি।
