কলকাতা ময়দানে স্বপ্নের সূচনা করল লাল-হলুদ শিবিরের মেয়েরা। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই দুরন্ত পারফরম্যান্সে প্রতিপক্ষকে হারিয়ে জয়ের মাধ্যমে অভিযান শুরু করেছে ইস্টবেঙ্গলের মহিলা দল। ম্যাচের প্রথম থেকেই আক্রমণাত্মক ফুটবল, দারুণ বল নিয়ন্ত্রণ এবং সমন্বিত আক্রমণে এগিয়ে যায় লাল-হলুদ ব্রিগেড।
দ্বিতীয়ার্ধে আরও গতি পায় খেলা, তৈরি হয় একের পর এক গোলের সুযোগ। প্রতিপক্ষের রক্ষণ ভেদ করে গুরুত্বপূর্ণ গোল তুলে নেয় দল। ম্যাচের শেষে উচ্ছ্বাসে ভাসে সমর্থকরা। কর্মকর্তাদের মতে, এই জয় ভবিষ্যতের পথে আরও শক্তি যোগাবে দলের মেয়েদের।
টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্স বজায় রেখে শিরোপার পথে এগোতেই এখন লক্ষ্য ইস্টবেঙ্গল শিবিরের।
previous post
