বাকু, মঙ্গলবার: FIDE World Cup 2025–এর কোয়ার্টার ফাইনালের প্রথম খেলায় ভারতের তরুণ গ্র্যান্ডমাস্টার অর্জুন এরিগাইসি আজ শক্ত প্রতিপক্ষ ওয়েই ই–এর বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ একটি ড্র করেন। শুরু থেকেই ম্যাচে কৌশলী অবস্থান নেন দুই খেলোয়াড়ই, ফলে আক্রমণ–প্রতিআক্রমণের মধ্যে দিয়ে উত্তেজনাপূর্ণ লড়াই ড্র-তেই শেষ হয়।
এদিন কোয়ার্টার ফাইনালের চারটি ম্যাচের মধ্যে একমাত্র জয় এসেছে উজবেকিস্তানের নোদিরবেক ইয়াকুববোয়ের হাতে। দুর্দান্ত প্রস্তুতি ও সঠিক সময়ে নির্ভুল চালের দাপটে তিনি প্রতিপক্ষকে হারিয়ে এগিয়ে গেলেন।ওপেন সেকশনের বাকি খেলাগুলো ড্র হয়েছে। বুধবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় লেগ, যেখানে নির্ধারিত হবে কারা যাবে সেমিফাইনা
