নয়াদিল্লি, মঙ্গলবার: উইমেন্স প্রিমিয়ার লিগ (WPL) ২০২৬–এর সূচি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। বোর্ডের ঘনিষ্ঠ সূত্রের দাবি, আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহ থেকেই টুর্নামেন্ট শুরু করার পরিকল্পনা চলছে। তবে কোন কোন শহরে ম্যাচ আয়োজন হবে, সেই বিষয়ে এখনও চূড়ান্ত ঘোষণা হয়নি।বোর্ডের একটি শীর্ষকর্তা জানান, দলগুলির প্রস্তুতি, আন্তর্জাতিক উইমেন্স ক্রিকেট ক্যালেন্ডার এবং সম্প্রচার স্বার্থ মিলিয়ে আয়োজনের সময়সূচি প্রায় চূড়ান্ত। এখন শুধু ভেন্যু নির্বাচন বাকি, যা খুব শিগগিরই ঘোষণা করা হবে।
মুম্বই, বেঙ্গালুরু, দিল্লি ও আহমেদাবাদ—এই চারটি শহরকে সম্ভাব্য প্রধান ভেন্যু হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে সূত্রের ইঙ্গিত।২০২৬ সংস্করণে আরও বেশি দর্শকসংখ্যা ও রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা দেখছে বোর্ড। মহিলা ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধির কারণে এবার টুর্নামেন্ট নতুন উচ্চতা ছুঁতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
previous post
