নয়াদিল্লি, মঙ্গলবার: জনপ্রিয় গায়ক-গীতিকার অনুভ জৈন তাঁর বহুল প্রতীক্ষিত বিশ্ব সফর ‘দাস্তখত’–এর সূচনা করলেন ভারত থেকেই। ভক্তদের উচ্ছ্বাসে পরিপূর্ণ এই ট্যুরে তিনি দেশের একাধিক বড় শহরে পারফর্ম করবেন, এরপর বিদেশের মঞ্চেও ছড়িয়ে দেবেন তাঁর সুরের জাদু।এই সফরে থাকবে তাঁর তুমুল জনপ্রিয় গান— গুল, বারিশেঁ, আলাগ আসমান, মকানে, রিহা, ও আরও অনেক প্রিয় সুরের লাইভ পরিবেশনা। টিমের পক্ষ থেকে জানানো হয়েছে, এবারের কনসার্ট সিরিজ অভিজ্ঞতায় আরও সমৃদ্ধ, বড় ব্যান্ড, উন্নত সাউন্ড ও বিশেষ ভিজ্যুয়াল ট্রিটমেন্ট নিয়ে হাজির হচ্ছে।
ভারতে ‘দাস্তখত’ ট্যুরের শহর ও তারিখ:
- মুম্বই – ৩০ নভেম্বর
- বেঙ্গালুরু – ৭ ডিসেম্বর
- দিল্লি – ১৪ ডিসেম্বর
- হায়দরাবাদ – ২১ ডিসেম্বর
- কলকাতা – ৫ জানুয়ারি
(অন্যান্য শহরের তারিখও পর্যায়ক্রমে ঘোষণা করা হবে)
ভক্তরা ইতিমধ্যেই টিকিট বুকিংয়ে ভিড় জমাচ্ছেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, বহু শহরের সিট অল্প সময়েই ‘সোল্ড আউট’ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
