December 4, 2025
দেশ

শ্রী সত্য সাই বাবাকে সম্মান জানাতে অন্ধ্র ও তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রীর প্রস্তুতি, প্রাকৃতিক কৃষিকেও মিলবে নতুন গতি

দিল্লি, বুধবার: আগামী বুধবার অন্ধ্রপ্রদেশ ও তামিলনাড়ু সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সফরে তিনি শ্রী সত্য সাই বাবাকে সম্মাননা প্রদান করবেন এবং দক্ষিণ ভারতের কৃষিক্ষেত্রে প্রাকৃতিক কৃষির প্রসার নিয়ে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। সরকারি সূত্রে জানা গেছে, এই সফর ধর্মীয়, সামাজিক ও কৃষি–উন্নয়ন—তিন ক্ষেত্রেই তাৎপর্যপূর্ণ ভূমিকা রাখবে।

অন্ধ্রপ্রদেশের পুট্টাপর্তিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী সত্য সাই সেন্টারের উন্নয়ন প্রকল্প, সেবাকাজ এবং সমাজকল্যাণ উদ্যোগগুলিকে প্রশংসা করবেন। স্থানীয় প্রশাসন জানিয়েছে, এলাকা জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং ভক্তদের বিপুল ভিড়ের সম্ভাবনা রয়েছে।এরপর তামিলনাড়ুতে তিনি প্রাকৃতিক কৃষি–ভিত্তিক একাধিক প্রকল্পে অংশ নেবেন।

সরকারের দাবি, রাসায়নিকমুক্ত চাষে কৃষকের আয় বাড়ানো, জমির উর্বরতা রক্ষা ও পরিবেশ–বান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তোলাই এই কর্মসূচির প্রধান লক্ষ্য। প্রধানমন্ত্রী কৃষকদের সঙ্গে সরাসরি আলাপচারিতাও করবেন বলে জানা গেছে।দুই রাজ্যেই মোদীর সফরকে কেন্দ্র করে শাসকদল ও স্থানীয় প্রশাসনের তরফে ব্যাপক প্রস্তুতি চলছে।


English Title:
PM Modi to honour Sri Sathya Sai Baba; to promote natural fa

Related posts

Leave a Comment