রায়পুর, সোমবার: ছত্তীসগড়ে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। নকশালদের সবচেয়ে কুখ্যাত ও ভয়ঙ্কর কম্যান্ডার মাণ্ডভি হিডমা নিরাপত্তা বাহিনীর অভিযানে গুলিবিদ্ধ হয়ে মারা গেছে। আসন্ন ৩০ নভেম্বরের আলটিমেটাম–এর ঠিক আগেই এই অপারেশন হওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা।হিডমা ছিল মাওবাদীদের PLGA Battalion-1 এর প্রধান এবং একাধিক রক্তক্ষয়ী হামলা, জওয়ান হত্যাকাণ্ড ও অ্যামবুশের নকশাকার বলে অভিযুক্ত।
তার মৃত্যুকে নকশালবিরোধী লড়াইয়ে বড় টার্নিং পয়েন্ট বলে দাবি করছে পুলিশ।গুরুত্বপূর্ণ এই অপারেশনের পর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শীর্ষ নিরাপত্তা ও গোয়েন্দা আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং পুরো পরিস্থিতির আপডেট নেন। তিনি বাহিনীর সাফল্যের প্রশংসা করলেও সতর্ক করে দেন যে, এলাকায় আরও সম্ভাব্য প্রতিশোধমূলক হামলার আশঙ্কা রয়েছে।
English Title:
