উত্তর ২৪ পরগনার ইছাপুরে আজ অনুষ্ঠিত হয়ে গেল বাংলার কবিরাজ সম্মেলন।
বসুন্ধরা জনকল্যাণ ট্রাস্ট আয়োজিত এই অনুষ্ঠানে প্রায় ৪০ জন বঙ্গীয় কবিরাজ এবং বেশ কিছু সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
সম্মেলনে বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
- ডা. সুমিত সুর, পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিম মেদিনীপুরের আয়ুর্বেদিক মেডিক্যাল অফিসার
- শ্রী মহাবীর ব্যানার্জী, বিশিষ্ট সমাজসেবী
- শ্রী জ্যোতি বিশ্বাস, ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর
- বিশিষ্ট কবিরাজ সি. পি. চন্দ্রা প্রমুখ গুণীজন
অনুষ্ঠানে বক্তারা জানান, বাংলার লুপ্তপ্রায় কবিরাজি বিদ্যার পুনর্জাগরণ ও ঘরে ঘরে এর প্রচার-প্রসার নিশ্চিত করার লক্ষ্যে আরও বৃহত্তর উদ্যোগ নেওয়া হবে। জনগণের মধ্যে প্রাচীন দেশজ চিকিৎসা পদ্ধতির প্রতি আকর্ষণ বাড়াতে বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের কথাও ঘোষণা করা হয়।
