দিল্লির পাটিয়ালা হাউস কোর্টে রেড ফোর্ট বিস্ফোরণ মামলার এক গুরুত্বপূর্ণ শুনানির ঠিক আগে বোমা থাকার হুমকিতে তীব্র উত্তেজনা ছড়ায়।
শুক্রবার সকালে আদালতে একটি অজ্ঞাত কল আসে, যেখানে বলা হয় ভবনের ভেতরে বিস্ফোরক রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে আদালত চত্বরে নিরাপত্তা বাড়িয়ে তল্লাশি অভিযান শুরু করে দিল্লি পুলিশ।
বম্ব ডিসপোজাল স্কোয়াড, ডগ স্কোয়াড এবং বিশেষ তদন্তকারী দল দ্রুত মোতায়েন হয়ে পুরো কমপ্লেক্স ঘিরে ফেলে। বিচারক, কর্মী ও উপস্থিত সাধারণ মানুষকে নিরাপদে বের করে আনা হয়।
প্রাথমিক তল্লাশিতে কোনও বিস্ফোরক পাওয়া না গেলেও পুলিশ বিষয়টিকে “গুরুত্বপূর্ণ নিরাপত্তা হুমকি” হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে।
রেড ফোর্ট বিস্ফোরণ মামলার অভিযুক্তদের শুনানি আজ নির্ধারিত থাকায় এই হুমকি ঘিরে আরও জল্পনা তৈরি হয়েছে। পুলিশের সন্দেহ, শুনানি ঘিরে বিশৃঙ্খলা তৈরির উদ্দেশ্যেই এই ভুয়ো হুমকি দেওয়া হতে পারে।
