December 6, 2025
দেশ

গোর্খা হিলস মধ্যস্থতাকারী নিয়োগ বাতিলের দাবিতে ফের প্রধানমন্ত্রীর কাছে আবেদন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির

কলকাতা, ১৭ নভেম্বর: গোরখা হিলস–এ শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কেন্দ্র নিয়োগ করা নতুন মধ্যস্থতাকারীর বিরুদ্ধে ফের আপত্তি জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শনিবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে অনুরোধ জানান, পরিস্থিতি সংবেদনশীল হওয়ায় এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করা হোক।রাজ্য সরকারের অবস্থান, নবান্ন ও GTA মিলেই পাহাড়ে শান্তি ও উন্নয়নমূলক কাজ চালাচ্ছে।

তাঁদের বক্তব্য, কেন্দ্র রাজ্যের সঙ্গে আলোচনা না করেই মধ্যস্থতাকারী নিয়োগ করেছে, যা প্রশাসনিক সমন্বয় ব্যাহত করতে পারে। মুখ্যমন্ত্রী চিঠিতে উল্লেখ করেছেন, হিলসের দীর্ঘস্থায়ী সমস্যার সমাধান স্থানীয় প্রশাসনের সঙ্গে পরামর্শ করেই করা উচিত।নবান্ন আরও আশঙ্কা করছে, বহিরাগত মধ্যস্থতাকারীর হস্তক্ষেপ বহুদিনের আলোচনার গতিপথকে বদলে দিতে পারে।

পাহাড়ের বেশ কয়েকটি সংগঠন কেন্দ্রের পদক্ষেপে সমর্থন জানালেও, অধিকাংশ জনপ্রতিনিধিরা রাজ্যের অবস্থানকেই স্বাভাবিক বলে মনে করছেন। বিশ্লেষকদের মতে, লোকসভা নির্বাচন ঘনিয়ে আসায় হিলসকে ঘিরে নতুন রাজনৈতিক চাপানউতোর শুরু হতে পারে।

Related posts

Leave a Comment