মুম্বই: বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র এখন অনেকটাই সুস্থ। কয়েকদিনের অসুস্থতার পর তিনি বর্তমানে বাড়িতেই সেরে উঠছেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর শারীরিক অবস্থার ধীরে ধীরে উন্নতি হচ্ছে এবং নিয়মিত পর্যবেক্ষণ চালানো হচ্ছে।পরিবারের সূত্রে জানা গেছে, ধর্মেন্দ্রর নব্বইতম জন্মদিন সামনে। তাই তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠায় পরিবারে স্বস্তি ফিরে এসেছে। নিকট আত্মীয়-পরিজনেরা ইতিমধ্যেই শান্ত, ছোট করে একটি উদ্যাপনের প্রস্তুতি শুরু করেছেন।
ধর্মেন্দ্রর সন্তান সানি দেওল ও ববি দেওল জানিয়েছেন, বাবার সুস্থতা তাঁদের কাছে সবচেয়ে বড় উপহার। জন্মদিনের দিন যাতে তিনি স্বাচ্ছন্দ্যে থাকতে পারেন, সেজন্য পরিবার চিকিৎসকদের পরামর্শ মেনে চলছে।ভক্তরাও সোশ্যাল মিডিয়ায় বর্ষীয়ান নায়কের দ্রুত আরোগ্য কামনা করেছেন। হিন্দি সিনেমার ‘হি-ম্যান’ ধর্মেন্দ্র এখনও ভক্তমহলে সমান জনপ্রিয়। তাই তাঁর উন্নতি ভক্তদের মধ্যেও স্বস্তি এনেছে।
