মদিনা, ১৭ নভেম্বর: সৌদি আরবের মদিনার কাছে উমরাহ যাত্রীবাহী একটি বাস ডিজেল ট্যাঙ্কারের সঙ্গে সংঘর্ষের পর আগুন ধরে গিয়ে অন্তত ৪৫ জন ভারতীয় নিহত হয়েছেন। সোমবার ভোরে ঘটে যাওয়া এই বিপর্যয়ে বাসে থাকা ৪৬ জনের মধ্যে একজন ছাড়া আর কেউই প্রাণে বাঁচেননি বলে জানিয়েছেন হায়দরাবাদের পুলিশ কমিশনার ভি সি সাজ্জানার। বাসটি মক্কা থেকে মদিনার পথে মুফরিহাতের কাছে দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার মুহূর্তে যাত্রীদের অধিকাংশই তখন ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন ধরে যাওয়া বাস থেকে বেরোনোর সুযোগ পাননি।
এই ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোকপ্রকাশ করে জানিয়েছেন, সৌদি আরবে অবস্থানরত ভারতীয় কূটনীতিকরা সমস্তরকম সহায়তা দিচ্ছেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, রিয়াধে ভারতীয় দূতাবাস ও জেড্ডায় কনসুলেট—উভয় দপ্তরই স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে শনাক্তকরণ ও নথিপত্র সংক্রান্ত কাজ করছে।
তেলেঙ্গানা সরকারের তরফে জরুরি কন্ট্রোল রুম খোলা হয়েছে। নিহতদের পরিচয় নিশ্চিত করা, মৃতদেহ আনা এবং পরিজনদের সহায়তার জন্য রাজ্যের প্রশাসনিক কর্তারা বিদেশ মন্ত্রক, সৌদি প্রশাসন ও ভারতীয় মিশনের সঙ্গে সমন্বয় রক্ষা করছেন। মুখ্যমন্ত্রী এ রেভন্ত রেড্ডি বিশেষ নজরদারির নির্দেশ দিয়েছেন।
রাজ্যের জরুরি সাহায্য নম্বর:
+91 79979 59754
+91 99129 19545
হায়দরাবাদ পুলিশ কমিশনার জানিয়েছেন, ৯ নভেম্বর ৫৪ জনের একটি দল হায়দরাবাদ থেকে জেড্ডা রওনা হয়েছিলেন। তাঁদের মধ্যে ৪৬ জন দুর্ঘটনাগ্রস্ত বাসে ছিলেন, ৪ জন আলাদা পথে মদিনায় যান, ৪ জন মক্কায় ছিলেন। ভয়াবহ দুর্ঘটনায় বাসযাত্রীদের মধ্যে কেবলমাত্র একজন জীবিত আছেন। তাঁদের ২৩ নভেম্বর দেশে ফেরার কথা ছিল।
জেড্ডা কনসুলেট ২৪×৭ জরুরি হেল্পলাইন নম্বর চালু করেছে:
8002440003 (Toll-free)
0122614093
0126614276
0556122301
হায়দরাবাদ কেন্দ্রিক কমপক্ষে ১৬ জন যাত্রী স্থানীয় দুটি এজেন্সি—আল-মিনা হাজ ও উমরাহ ট্রাভেলসের মাধ্যমে ভ্রমণ করছিলেন বলে জানা গিয়েছে। মৃতদেহের দ্রুত ফেরত এবং একমাত্র জীবিত যাত্রীর চিকিৎসার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে অনুরোধ জানিয়েছেন হায়দরাবাদের সাংসদ আসাদুদ্দিন ওয়েইসি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শোকপ্রকাশ করে পরিজনদের ‘পুরোপুরি সহায়তার আশ্বাস’ দিয়েছেন।
সৌদি প্রশাসনের যাচাই শেষ হলে নিহতদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। কেন্দ্র, তেলেঙ্গানা সরকার ও ভারতীয় মিশনের যৌথ সমন্বয়ে মৃতদেহ ফেরত আনা ও পরবর্তী সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করছে।
