December 6, 2025
টিভি-ও-সিনেমা

‘এ পিটার, তে ওহনে খোজে হামারে কে’: কেবিসিতে ‘দেওয়াড়’ ডায়লগকে ভোজপুরি মোড় দিলেন মনোজ বাজপায়ে

কোনো টেলিভিশন অনুষ্ঠানে মনোজ বাজপায়ে বিখ্যাত সিনেমা ‘দেওয়াড়’ থেকে অমিতাভ বচ্চনের ডায়লগটি ভোজপুরি ভাষায় উপস্থাপন করে দর্শকদের আনন্দিত করেছেন।

তিনি বলেন, “এ পিটার, তে ওহনে খোজে হামারে কে,” যা মূল ডায়লগের মজা ও তীব্রতা বজায় রেখেছে, কিন্তু স্থানীয় ভাষার ছোঁয়া দিয়েছে। দর্শকরা তার এই অভিনব ভঙ্গি দেখে মজা পেয়েছেন এবং সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়েছে।

Related posts

Leave a Comment