উত্তরপ্রদেশের গোরখপুরে একটি ব্যাঙ্কোয়েট হলে ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে। হঠাৎ দাউ দাউ করে আগুন বাড়তে থাকায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। দমকলের একাধিক ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়।
আগুন লাগার সঠিক কারণ এখনও জানা যায়নি। প্রশাসন জানিয়েছে, শর্ট সার্কিট বা কোনো দাহ্য পদার্থের বিস্ফোরণ — সব দিকই খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
