বিহারে এনডিএ-র ভেতরে ক্ষমতা ভাগাভাগি নিয়ে আলোচনা যত তীব্র হচ্ছে, ঠিক ততই নীতিশ কুমারকে ঘিরে বিজেপির নীরবতা নতুন জল্পনা তৈরি করছে। জোটের ভেতরে মুখ্যমন্ত্রী পদ, মন্ত্রিসভা এবং রাজনৈতিক প্রভাব—এই তিন ইস্যুতেই চাপা টানাপোড়েন দেখা যাচ্ছে বলে রাজনৈতিক মহলের দাবি।
বিজেপি প্রকাশ্যে নীতিশকে নিয়ে কোনও শক্ত বার্তা না দিলেও, জোট সূত্রের দাবি—ক্ষমতা বণ্টনের রূপরেখা নিয়ে ভেতরে ভেতরে কঠোর দরকষাকষি চলছে। অন্যদিকে, জেডিইউ নেতারা বলছেন, “সব ঠিক আছে, বিজেপি–জেডিইউ একসঙ্গেই থাকবে”, যদিও মাঠের পরিস্থিতি তা বলছে না।
এদিকে ছোট অংশীদাররাও নিজেদের দাবি জোরালো করে তুলেছে, যা এনডিএ-র ভেতরে অস্বস্তি আরও বাড়াচ্ছে। ফলে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির নীরব থাকা আসলে নীতিশের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অনিশ্চয়তার সংকেত।
