December 6, 2025
দেশ

বীরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা জানালেন হেমন্ত সোরেন ও রাজ্যপাল গঙ্গওয়ার

ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং রাজ্যপাল সি.পি. রাধাকৃষ্ণন গঙ্গওয়ার আজ উলিহাটুতে স্বাধীনতা সংগ্রামী বীরসা মুণ্ডার ১৫০তম জন্মজয়ন্তীতে শ্রদ্ধা নিবেদন করেন। বীরসা মুণ্ডার সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করে তাঁরা তাঁর সংগ্রামী জীবন ও আদিবাসী সমাজের অধিকারের জন্য লড়াইয়ের কথা স্মরণ করেন।

মুখ্যমন্ত্রী সোরেন বলেন, বীরসা মুণ্ডা শুধু একজন বিপ্লবী নন, একটি যুগের প্রতীক—যিনি আদিবাসী সমাজের আত্মসম্মান, জমির অধিকার ও সাংস্কৃতিক অস্তিত্ব রক্ষার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। রাজ্যপাল গঙ্গওয়ারও জানান, তাঁর আদর্শ আগামী প্রজন্মকে ন্যায় ও উন্নয়নের পথে এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়।রাজ্যজুড়ে নানা সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা এবং আলোচনাসভার মধ্য দিয়ে আজ ‘বীরসা মুণ্ডা জন্মজয়ন্তী’ উদযাপন করা হয়।

Related posts

Leave a Comment