December 6, 2025
খেলা দেশ

লখনউয়ে সংবর্ধিত ক্রিকেটার–ডিএসপি দীপ্তি শর্মা, প্রশংসায় মুখর ডিজিপি

লখনউ: লখনউয়ে বিশেষ অনুষ্ঠানে সম্মানিত হলেন ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা ও উত্তরপ্রদেশ পুলিশের ডিএসপি দীপ্তি শর্মা। রাজ্যের প্রশাসন ও পুলিশ দপ্তরের উদ্যোগে আয়োজন করা এই সংবর্ধনা অনুষ্ঠান ছিল সম্পূর্ণ প্রশংসার আবহে ভরা।ডিজিপি দীপ্তি শর্মার ক্রিকেট ক্যারিয়ার ও দায়িত্বশীল পুলিশ অফিসার হিসেবে তাঁর নিষ্ঠার বিশেষভাবে প্রশংসা করেন।

তিনি জানান, দীপ্তির আন্তর্জাতিক সাফল্য ও সৎ কর্মনিষ্ঠা রাজ্যের যুবসমাজ ও পুলিশ বাহিনীর জন্য অনুপ্রেরণার উৎস। অনুষ্ঠানে উপস্থিত কর্মকর্তারা বলেন, খেলাধুলা ও প্রশাসনিক দায়িত্ব—দুই ক্ষেত্রেই দীপ্তির সামঞ্জস্য সত্যিই উল্লেখযোগ্য।দীপতি জানান, পুলিশ বাহিনীর সদস্য হিসেবে দায়িত্ব পালন করা তাঁর কাছে অত্যন্ত গর্বের। একই সঙ্গে দেশের হয়ে মাঠে প্রতিনিধিত্ব করতে পারাও তাঁর জীবনের সর্বোচ্চ সম্মানের মধ্যে একটি। তিনি আশা প্রকাশ করেন, আগামী দিনে তিনি আরও ভালো পারফরম্যান্সের মাধ্যমে দেশ ও রাজ্যের মুখ উজ্জ্বল করবেন।

উত্তরপ্রদেশ পুলিশ জানায়, ভবিষ্যতে খেলাধুলায় প্রতিভাবান অফিসারদের আরও উৎসাহ দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হবে। দীপ্তি শর্মার সাফল্য সেই উদ্যোগের দৃষ্টান্ত হয়ে থাকবে বলেও মন্তব্য করেন কর্মকর্তারা।

Related posts

Leave a Comment