লখনউ: লখনউয়ের বিজেপি দপ্তরে মঙ্গলবার সকাল থেকেই ছিল উৎসবের পরিবেশ। রাজ্যজুড়ে ভোটপরবর্তী সাফল্যের পর আনন্দে মেতেছে বিজেপির কর্মী-সমর্থকেরা। দিনভর ঢাক-ঢোল, আবির ছড়ানো, মিষ্টি বিলি—সব মিলিয়ে যেন এক রঙিন উৎসবের আবহ তৈরি হয় দপ্তরজুড়ে।উল্লেখযোগ্যভাবে, এই উদ্যাপনে বিজেপির মুসলিম কর্মীরাও সমানভাবে অংশ নেন। তাঁরা বলেন, উন্নয়ন ও স্থিতিশীলতার রাজনীতিই তাঁদের বিজেপির পাশে দাঁড়াতে উৎসাহ জুগিয়েছে।
সকাল থেকেই দপ্তরে হাজির হয়ে দলের নেতাদের সঙ্গে জয়োৎসবে শরিক হন তাঁরা।বিজেপি নেতৃত্ব দাবি করেছে, এই উৎসব শুধু নির্বাচনী সাফল্যের আনন্দ নয়, বরং সমাজের সব সম্প্রদায়ের অংশগ্রহণে একটি নতুন রাজনৈতিক বার্তা বহন করছে। তাঁদের বক্তব্য, মানুষের আস্থা ও সমর্থনই দলের শক্তি।উদ্যাপনে যোগ দেওয়া কয়েকজন মুসলিম কর্মী জানান, তাঁরা চান রাজ্যে উন্নয়নের গতি বজায় থাকুক এবং শান্তি-সম্প্রীতির পরিবেশ আরও সুদৃঢ় হোক।
জেপি দপ্তরের উদ্যাপনে তাঁদের উপস্থিতি বিভিন্ন মহলে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।দলের নেতারা জানান, সংগঠনের ভিত্তি আরও শক্ত করতে সব সম্প্রদায়কে সঙ্গে নিয়েই এগোবে বিজেপি। লখনউয়ের দপ্তরে কর্মী-সমর্থকদের ভিড় ও উৎসবের আবহ সেই রাজনৈতিক বার্তাকেই আরও দৃঢ় করেছে।
previous post
