প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের স্বাস্থ্য ব্যবস্থার অগ্রগতির প্রশংসা করে বলেন, “ভারত যক্ষ্মা মোকাবিলায় এক ঐতিহাসিক সাফল্য অর্জন করেছে। আমাদের দেশে টিবি আক্রান্তের হার যে হারে কমছে, তা বিশ্বের গড় হ্রাসের প্রায় দ্বিগুণ।”মোদী আরও বলেন, এই সাফল্যের পেছনে রয়েছে স্বাস্থ্যকর্মী, ডাক্তার, ও স্বেচ্ছাসেবীদের অক্লান্ত পরিশ্রম। তিনি বলেন, “যক্ষ্মামুক্ত ভারত গড়ার লক্ষ্যে আমরা আগের তুলনায় অনেক দ্রুত এগোচ্ছি।
এই প্রচেষ্টায় জনগণের অংশগ্রহণই সবচেয়ে বড় শক্তি।”তিনি কেন্দ্রের “নিখায়” (Ni-kshay) প্রকল্প এবং টিবি রোগীদের জন্য দেওয়া পুষ্টি সহায়তার কথাও উল্লেখ করেন, যা রোগ নিয়ন্ত্রণে বড় ভূমিকা রাখছে। প্রধানমন্ত্রী আশাবাদী, ২০২৫ সালের মধ্যেই ভারত সম্পূর্ণ যক্ষ্মামুক্ত দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে।
