নয়াদিল্লি, ১২ নভেম্বর:খড় পোড়ানোর ঘটনায় বায়ু দূষণ বেড়ে চলায় পাঞ্জাব ও হরিয়ানা সরকারকে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। মঙ্গলবার আদালত দুই রাজ্যের প্রশাসনের কাছে জানতে চেয়েছে, কৃষকদের খড় পোড়ানো বন্ধে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে এবং সেই পদক্ষেপ কতটা কার্যকর হয়েছে তার বিস্তারিত রিপোর্ট।বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি দীপঙ্কর দত্তর বেঞ্চে মামলাটি শুনানি হয়।
আদালত মন্তব্য করে, “দূষণের এই ভয়াবহ পরিস্থিতিতে প্রশাসনের দায় অস্বীকার করা যায় না। এখনই কড়াভাবে ব্যবস্থা নিতে হবে।”সুপ্রিম কোর্ট আরও জানিয়েছে, কৃষকদের বিকল্প ব্যবস্থা যেমন মেশিন, সাবসিডি ও সচেতনতামূলক প্রচারের অগ্রগতি সম্পর্কেও বিস্তারিত তথ্য দিতে হবে দুই রাজ্যকেই। আগামী সপ্তাহে এই বিষয়ে ফের শুনানি হবে।এদিকে, দিল্লি ও এনসিআর অঞ্চলে বায়ুর মান অত্যন্ত খারাপ পর্যায়ে পৌঁছেছে। পরিবেশ মন্ত্রক জানিয়েছে, খড় পোড়ানোই এই সময়ে দূষণের অন্যতম প্রধান কারণ।
English Title:
