নায়াগারা, ১২ নভেম্বর:জি৭ বৈঠকের ফাঁকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে দুই দেশের সম্পর্ক মজবুত করা, বাণিজ্য ও বিনিয়োগের নতুন রূপরেখা তৈরি, এবং শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।সূত্রের খবর, দুই নেতা দ্বিপাক্ষিক যোগাযোগ পুনরুজ্জীবিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেন।
জয়শঙ্কর বলেন, “ভারত ও কানাডা উভয় দেশ গণতন্ত্র ও বহুত্ববাদের মুল্যবোধ ভাগ করে নেয়। তাই সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ প্রচুর।”কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দও দুই দেশের মধ্যে অর্থনৈতিক অংশীদারিত্ব ও উদ্ভাবনী প্রযুক্তি বিনিময় বাড়ানোর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। বৈঠকের শেষে দুই পক্ষই পরস্পরের কূটনৈতিক দলগুলির মধ্যে ধারাবাহিক আলোচনার প্রস্তাব রাখেন, যাতে ভবিষ্যৎ প্রকল্প ও নীতি আরও সুসংহত করা যায়।এই বৈঠকটি ভারতের পররাষ্ট্রমন্ত্রীর চলতি বিদেশ সফরের অংশ, যেখানে তিনি একাধিক বিশ্বনেতার সঙ্গে বৈঠক করছেন ভারতের কৌশলগত ও বহুপাক্ষিক সম্পর্ক জোরদার করতে।
