December 6, 2025
দেশ

‘দেশে অরাজকতার বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন রাহুল’: কটাক্ষ চিরাগ পাসওয়ানের

পাটনা:কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সাম্প্রতিক ‘ভোট চুরি’ মন্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন বিতর্ক। লোজপা (রামবিলাস) সভাপতি চিরাগ পাসওয়ান তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “রাহুল গান্ধী দেশে অরাজকতার পরিবেশ তৈরির চেষ্টা করছেন।”চিরাগের অভিযোগ, রাহুল গান্ধীর বক্তব্য দেশের গণতান্ত্রিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি বলেন, “জনগণের রায়কে অসম্মান করা মানে গণতন্ত্রকে অসম্মান করা।

নির্বাচনে পরাজয়ের পরও বারবার ‘ভোট চুরি’র অভিযোগ তুলে রাহুল শুধু বিভ্রান্তি ছড়াচ্ছেন।”পাসওয়ান আরও বলেন, “ভারতের জনগণ স্পষ্টভাবে তাদের মত দিয়েছে। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার উন্নয়নের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করেছে। কিন্তু কংগ্রেস সেই সাফল্য মেনে নিতে পারছে না।”রাহুল গান্ধী সম্প্রতি এক সভায় অভিযোগ করেছিলেন, “দেশে গণতন্ত্র শেষ হয়ে যাচ্ছে, কারণ ভোট চুরি হচ্ছে এবং প্রশাসন নিরপেক্ষ নয়।” তাঁর এই মন্তব্যের পর থেকেই বিজেপি ও সহযোগী দলগুলির নেতারা তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন।চিরাগের মন্তব্যে স্পষ্ট, বিহার থেকেই তিনি রাহুলের বক্তব্যের বিরুদ্ধে মোর্চা খুলেছেন এবং আসন্ন রাজ্য নির্বাচনের আগেই রাজনৈতিক বাকযুদ্ধ আরও উত্তপ্ত হয়ে উঠছে।

Related posts

Leave a Comment