December 6, 2025
দেশ

ধর্মেন্দ্রর স্বাস্থ্য খোঁজে ব্রিচ ক্যান্ডি হাসপাতালে সালমান খান

মুম্বই:বলিউডের ভেটেরান অভিনেতা ধর্মেন্দ্রর শারীরিক অসুস্থতার খবরে উদ্বেগ ছড়িয়েছে সিনে জগতে। শনিবার বিকেলে তাঁকে দেখতে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে পৌঁছান অভিনেতা সালমান খান। হাসপাতালের বাইরে সাংবাদিক ও ভক্তদের ভিড় জমে যায় মুহূর্তে।সূত্রের খবর, ৮৯ বছরের ধর্মেন্দ্র কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতায় ভুগছিলেন।

চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি এখন স্থিতিশীল রয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। সালমান খান হাসপাতালে কিছুক্ষণ অবস্থান করে প্রবীণ এই অভিনেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন।ধর্মেন্দ্রর সঙ্গে সালমান খানের সম্পর্ক বরাবরই অত্যন্ত আন্তরিক।

একাধিক সাক্ষাৎকারে সালমান বলেছেন, ধর্মেন্দ্র তাঁর প্রিয় অভিনেতাদের একজন এবং তাঁর কাছ থেকে অভিনয় জীবনের অনেক অনুপ্রেরণা পেয়েছেন।হাসপাতাল সূত্রে জানা গেছে, চিকিৎসকরা আপাতত ধর্মেন্দ্রর স্বাস্থ্য পর্যবেক্ষণে রেখেছেন এবং দ্রুত আরোগ্যের আশাবাদ ব্যক্ত করেছেন।ভক্তরাও সামাজিক মাধ্যমে প্রার্থনা করছেন এই কিংবদন্তি অভিনেতার দ্রুত সুস্থতার জন্য।

Related posts

Leave a Comment