December 6, 2025
দেশ

‘বিহার এখন চায় উন্নয়নের রাজ, জঙ্গল রাজ নয়’: বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি

সমস্তিপুর, ৭ নভেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুক্রবার বিহারের ভোটারদের উদ্দেশে বলেন, রাজ্য এখন আর ‘জঙ্গল রাজ’-এর অন্ধকারে ফিরতে চায় না, বরং চায় ‘বিকাস রাজ’, অর্থাৎ উন্নয়নের শাসন।সমস্তিপুরে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে মোদি বলেন, “বিহারের মানুষ অনেক কষ্ট সহ্য করেছে। অপরাধ, দুর্নীতি, অপশাসনের যুগ পেরিয়ে এখন তারা উন্নয়ন, কর্মসংস্থান ও শান্তির পথ বেছে নিয়েছে।”

তিনি আরও যোগ করেন, “এনডিএ সরকারই বিহারে স্থিতিশীলতা, সড়ক, শিক্ষা ও শিল্পের বিকাশ ঘটিয়েছে। এখন এই গতিকে থামানো চলবে না।”প্রধানমন্ত্রী আক্রমণ করেন তেজস্বী যাদব ও তাঁর জোটকে, বলেন— “তাদের শাসনে বিহার পিছিয়ে গিয়েছিল, আজ মোদি সরকারের যুগে বিহার এগিয়ে চলেছে। আগামী পাঁচ বছর বিহারকে ভারতের উন্নয়নের অগ্রদূত বানানোই আমাদের লক্ষ্য।”মোদির এই মন্তব্যে স্পষ্ট যে এনডিএ এবার নির্বাচনে উন্নয়ন বনাম অরাজকতার বার্তাকে কেন্দ্র করে ভোটারদের আকর্ষণ করতে চাইছে।

Related posts

Leave a Comment