December 6, 2025
দেশ

‘জঙ্গল রাজ’ ফেরাতে দেবেন না ভোটাররা, বিহারে আরজেডি-কংগ্রেসের সর্বনাশ আসন্ন: অমিত শাহ

পাটনা, ৫ নভেম্বর:বিহার নির্বাচনের প্রচারে তীব্র সুর চড়িয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার দাবি করেন, রাজ্যের মানুষ আরজেডি-কংগ্রেস জোটকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করবে। শাহ বলেন, “এই নির্বাচনেই আরজেডি ও কংগ্রেসের সর্বনাশ নিশ্চিত। বিহারের মানুষ আবারও ‘জঙ্গল রাজ’-এর ভয়াবহ দিনগুলো ফিরে আসতে দেবে না।”দরভাঙায় এক বিশাল জনসভায় শাহ বলেন, “লালুপ্রসাদ যাদব ও তাঁর দল এক সময় বিহারকে অপরাধ, ঘুষ আর অপহরণের রাজ্যে পরিণত করেছিল।

আজ সেই দল ফের ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে। কিন্তু বিহারের মানুষ উন্নয়নের পথে হাঁটছে, জঙ্গল রাজ নয়।”তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিহারে নিরাপত্তা, রাস্তা, বিদ্যুৎ ও বিনিয়োগ এসেছে। জনগণ জানে, কাকে ভোট দিলে রাজ্য এগোবে, আর কাকে ভোট দিলে ফের অন্ধকার নামবে।”অমিত শাহ বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, “আরজেডি-কংগ্রেসের জোট হল দুর্নীতির প্রতীক। তাদের শাসনে ছিল পরিবারবাদ ও লুটপাট, আর এনডিএ এনেছে উন্নয়ন ও স্বচ্ছতা।”

Related posts

Leave a Comment