পাটনা, ৫ নভেম্বর:বিহার নির্বাচনে প্রচারে নেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সোমবার রাজ্যের বিরোধী দল আরজেডিকে তীব্রভাবে কটাক্ষ করেন। তিনি বলেন, “আরজেডির একটাই পাঠশালা আছে—জঙ্গল রাজ পাঠশালা। সেখানে শেখানো হয় P মানে পরিবারবাদ, G মানে ঘোটালা, আর L মানে লুটপাট।”পাটনার বিশাল জনসভা থেকে মোদী বলেন, “বিহারের মানুষ সেই দিনগুলো এখনও ভুলে যায়নি, যখন অপরাধ, অপহরণ, ঘুষ আর অরাজকতা রাজ্যের চেহারা নষ্ট করেছিল।
আজ এনডিএ সরকার সেই অন্ধকার যুগ থেকে বিহারকে বের করে এনেছে।”তিনি আরও যোগ করেন, “যারা বছরের পর বছর রাজ্যকে লুটেছে, তারা এখন উন্নয়নের কথা বলছে। কিন্তু জনগণ জানে, ওদের মানে মানেই দুর্নীতি আর স্বজনপোষণ। বিহারের যুব সমাজ আর কখনও ‘জঙ্গল রাজ পাঠশালা’-য় ফিরবে না।”মোদী বলেন, “আমাদের পাঠশালায় শেখানো হয় P মানে Progress, G মানে Growth, L মানে Life with dignity। এটাই নতুন বিহারের মন্ত্র।”
