নয়াদিল্লি, ৫ নভেম্বর:ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান বাণিজ্য আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “India-US trade talks are going on very well,” এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক আগের চেয়ে আরও শক্তিশালী হচ্ছে।মন্ত্রীর বক্তব্য অনুযায়ী, আলোচনার মূল লক্ষ্য হলো বাণিজ্য বাধা কমানো, প্রযুক্তি ও উদ্ভাবন খাতে সহযোগিতা বাড়ানো এবং দ্বিপাক্ষিক বিনিয়োগকে উৎসাহ দেওয়া।
পীযূষ গোয়েল জানান, ভারত ও আমেরিকা উভয়েই “উইন-উইন” সমাধানের পথে এগোচ্ছে যাতে দুই দেশের ব্যবসায়ীরা সমানভাবে উপকৃত হন।তিনি আরও বলেন, “ভারত আজ বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি। আমেরিকা ভারতের অন্যতম প্রধান বাণিজ্য অংশীদার, তাই আমাদের লক্ষ্য হলো পারস্পরিক আস্থা ও বিনিয়োগের পরিধি বাড়ানো।”সূত্রের খবর, দুই দেশের কর্মকর্তারা আগামী মাসে আবার বৈঠকে বসবেন যাতে প্রতিরক্ষা, প্রযুক্তি স্থানান্তর, কৃষিপণ্য আমদানি ও ডিজিটাল বাণিজ্য সম্পর্কিত চুক্তি আরও এগিয়ে নিয়ে যাওয়া যায়।
