December 6, 2025
দেশ

প্রতিটি ক্ষেত্রে উত্তরাখণ্ডকে অগ্রণী রাজ্য বানানোর সংকল্প মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির

দেহরাদুন, ৪ নভেম্বর:উত্তরাখণ্ডকে সর্বক্ষেত্রে অগ্রগামী রাজ্যে পরিণত করার প্রতিশ্রুতি দিলেন মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। সোমবার এক সরকারি অনুষ্ঠানে তিনি বলেন, “আমাদের লক্ষ্য শুধু উন্নয়ন নয়, বরং উত্তরাখণ্ডকে এমন এক মডেল রাজ্যে গড়ে তোলা যেখানে শিক্ষা, স্বাস্থ্য, পর্যটন, শিল্প এবং পরিবেশ—সব ক্ষেত্রেই আমরা দেশের নেতৃত্ব দেব।”

ধামি জানান, রাজ্য সরকার যুবসমাজের কর্মসংস্থান, অবকাঠামো উন্নয়ন ও প্রযুক্তিগত উদ্ভাবনের ওপর বিশেষ জোর দিচ্ছে। তিনি বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আজ ভারত দ্রুত এগোচ্ছে। উত্তরাখণ্ডও সেই যাত্রার অংশ হয়ে প্রতিটি ক্ষেত্রে নিজের ছাপ রাখবে।”

মুখ্যমন্ত্রী আরও জানান, রাজ্য সরকারের লক্ষ্য আগামী পাঁচ বছরে ৫ লক্ষ কর্মসংস্থানের সুযোগ তৈরি করা এবং টেকসই উন্নয়নের পথে রাজ্যকে এগিয়ে নেওয়া।

Related posts

Leave a Comment