পাটনা, ৪ নভেম্বর:বিহার বিধানসভা নির্বাচনের আগে আত্মবিশ্বাসী মন্তব্য করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এক নির্বাচনী সভায় তিনি বলেন, “এইবার বিহারে এনডিএ ১৬০টিরও বেশি আসনে জয়লাভ করবে এবং আবার সরকার গঠন করবে।”
অমিত শাহ দাবি করেন, “বিহারের মানুষ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়নের রাজনীতি চায়, না যে জঙ্গলরাজ তেজস্বী যাদব ফিরিয়ে আনতে চাইছে।” তিনি আরও বলেন, “মোদিজির নেতৃত্বে বিহারে রাস্তা, বিদ্যুৎ, স্বাস্থ্য, ও কৃষিক্ষেত্রে বিপুল অগ্রগতি হয়েছে, যা মহাগঠবন্ধন কখনও করতে পারেনি।”
তিনি বিরোধীদের উদ্দেশে কটাক্ষ করে বলেন, “যারা একে অপরের মুখ দেখত না, তারা এখন একত্র হয়েছে কেবল ক্ষমতার লোভে। কিন্তু বিহারের মানুষ এই জোটের ভুয়ো প্রতিশ্রুতি ভালোভাবে জানে।”সভা শেষে শাহ আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, “বিহারে এনডিএর জোয়ার বইছে, মানুষ আবারও পদ্মফুলেই বিশ্বাস রাখবে।”
