দরভাঙা, ৪ নভেম্বর:বিহার বিধানসভা নির্বাচনের আগে দরভাঙায় জনসভা থেকে ভোটারদের উদ্দেশে সরাসরি আবেদন রাখলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, “যদি আবার জঙ্গলরাজ ফিরিয়ে আনতে না চাও, তবে পদ্মফুলে বোতাম টিপে এনডিএ সরকারকে জিতিয়ে দাও।
”অমিত শাহ বলেন, “একসময় বিহার অপরাধ, দুর্নীতি আর নৈরাজ্যের জন্য কুখ্যাত ছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে আমরা রাজ্যে উন্নয়ন, শিল্প আর কর্মসংস্থানের নতুন অধ্যায় শুরু করেছি। এখন সেই গতিকে ভাঙতে চায় মহাগঠবন্ধন।”তিনি আরও দাবি করেন, “লালু যাদব ও তেজস্বী যাদবের রাজনীতিতে উন্নয়ন নেই, আছে শুধু পরিবারতন্ত্র। কিন্তু মোদিজির সরকার গরিবের ঘরে আলো দিয়েছে, যুবকের হাতে চাকরি দিয়েছে।”
দরভাঙার সভায় শাহ বলেন, আগামী পাঁচ বছরে বিহারকে পূর্ব ভারতের সর্বাধিক শিল্পোন্নত রাজ্যে পরিণত করা হবে যদি এনডিএ আবার ক্ষমতায় আসে।
