নয়াদিল্লি, ৩১ অক্টোবর: ভারতের ঐতিহাসিক মহিলা বিশ্বকাপ জয়ের পর দেশজুড়ে উচ্ছ্বাসের ঢেউ। ক্রিকেট দুনিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ—সকলেই শুভেচ্ছা জানাচ্ছেন অধিনায়ক হরমনপ্রীত কৌর ও তার সহযোদ্ধাদের। এবার সেই তালিকায় নাম যুক্ত করলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং রিলায়েন্স ফাউন্ডেশনের চেয়ারপার্সন নীতা আম্বানি।
জয় শাহ এক বিবৃতিতে বলেন, “আজ ভারতীয় ক্রিকেটের ইতিহাসে এক সোনালি অধ্যায় রচিত হলো। টিম ইন্ডিয়ার মেয়েরা তাদের দৃঢ়তা ও অধ্যবসায়ে সারা বিশ্বের সামনে এক নতুন মানদণ্ড স্থাপন করেছে।” তিনি আরও যোগ করেন, “এই জয় প্রমাণ করে যে ভারতীয় মহিলা ক্রিকেট এখন বিশ্বের শীর্ষে।”
নীতা আম্বানি টিম ইন্ডিয়ার জয়কে “নারী শক্তির জয়” হিসেবে বর্ণনা করে বলেন, “ভারতের মেয়েরা মাঠে শুধু ট্রফি জেতেনি, বরং লক্ষ লক্ষ কন্যার মনে স্বপ্ন জাগিয়েছে। তাদের এই সাফল্য প্রতিটি ভারতীয়ের গর্ব।”
ফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে প্রথমবারের মতো মহিলা বিশ্বকাপ জেতে ভারত। এই জয়কে ভারতের ক্রীড়া ইতিহাসের এক “টার্নিং পয়েন্ট” হিসেবে দেখছেন বিশ্লেষকরা।
