November 3, 2025
খেলা

ইংল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হারই বদলে দিয়েছে ভারতীয় দলকে: হরমনপ্রীতের খোলামেলা স্বীকারোক্তি

মুম্বই, ৩১ অক্টোবর: ভারতের মহিলা ক্রিকেট দলের অধিনায়ক হরমনপ্রীত কৌর জানিয়েছেন, ইংল্যান্ডের বিরুদ্ধে অল্প ব্যবধানে পাওয়া পরাজয়ই দলের মানসিকতা, কৌশল এবং আত্মবিশ্বাস পুরোপুরি বদলে দিয়েছিল। সেই হতাশাজনক পরাজয়ই ছিল ভারতীয় দলের পুনর্জাগরণের আসল প্রেরণা।

এক সাক্ষাৎকারে হরমনপ্রীত বলেন, “ইংল্যান্ডের ম্যাচটা আমরা হারলেও, সেটাই আমাদের চোখ খুলে দিয়েছিল। বুঝতে পেরেছিলাম কোথায় কোথায় ভুল করছি। সেই হারই আমাদের আরও একজোট করেছে, আরও ক্ষুধার্ত করেছে।”

তিনি আরও যোগ করেন, “ওই ম্যাচের পর আমরা শুধু খেলা নয়, চিন্তাভাবনার ধরনও বদলেছি। নিজেদের ফিটনেস, ফিল্ডিং, ব্যাটিংয়ের ধরনে বদল এনেছি। এখন দলের প্রতিটি সদস্য জানে, জয় পেতে হলে প্রতিটি মুহূর্তে ১০০ শতাংশ দিতে হবে।”

বিশ্বকাপে ভারতের ধারাবাহিক পারফরম্যান্সের পেছনে এই মানসিক পরিবর্তনকেই বড় কারণ বলে মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ফাইনালে জয়ী হওয়ার পরও হরমনপ্রীত স্মরণ করিয়ে দিয়েছেন, “যে হার আমাদের কাঁদিয়েছিল, সেই হারই আজ আমাদের জয় এনে দিয়েছে।”

Related posts

Leave a Comment