লেহ— পূর্ব লাদাখ সীমান্তে উত্তেজনা প্রশমনে নতুন পদক্ষেপ। মোল্ডো-চুশুল সীমান্তে অনুষ্ঠিত হল ভারত ও চিন সেনাবাহিনীর কোর কমান্ডার স্তরের ২৩তম বৈঠক। মঙ্গলবার দুই দেশের প্রতিনিধিদল সীমান্ত সংলগ্ন অঞ্চলে একাধিক অনিষ্পন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সেনা সূত্রে জানা গিয়েছে, বৈঠকে উভয় পক্ষই সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা, টহলদারির ক্ষেত্রে ভুল বোঝাবুঝি এড়ানো এবং শান্তি পুনর্স্থাপনে পারস্পরিক আস্থা বাড়ানোর উপর জোর দেয়। ভারতীয় প্রতিনিধি দল স্পষ্ট জানিয়ে দিয়েছে, নিয়ন্ত্রণরেখা বরাবর আগের অবস্থান পুনঃপ্রতিষ্ঠা ছাড়া সীমান্ত পরিস্থিতি ‘স্বাভাবিক’ বলা যাবে না।
চিনের তরফে জানানো হয়, সীমান্তে শান্তি বজায় রাখাই তাদের লক্ষ্য এবং আলোচনা চালিয়েই সমস্যার সমাধান সম্ভব। সূত্রের খবর, বৈঠকটি ছিল ‘খোলামেলা ও গঠনমূলক’।
প্রসঙ্গত, ২০২০ সালের গালওয়ান সংঘর্ষের পর থেকে পূর্ব লাদাখ সীমান্তে বহু দফা আলোচনা হয়েছে। কিছু এলাকায় সেনা প্রত্যাহার ঘটলেও এখনও কয়েকটি ‘ঘর্ষণ-বিন্দু’তে স্থায়ী সমাধান আসেনি। এই বৈঠক সেই অচলাবস্থা ভাঙার দিকেই আর এক ধাপ বলে মনে করা হচ্ছে।

