ওয়াশিংটন— ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল, কিন্তু তাঁর ফোনেই তা থেমে গিয়েছিল— এমনই বিস্ফোরক দাবি করলেন মার্কিন প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। এক নির্বাচনী সভায় বক্তৃতা দিতে গিয়ে ট্রাম্প বলেন, ‘আমি ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করছিলাম। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আমার গভীর শ্রদ্ধা ও ভালবাসা রয়েছে। আমাদের সম্পর্কও খুব ভাল।’
এরপরই ট্রাম্পের সংযোজন, ‘পাকিস্তানের প্রধানমন্ত্রীও একজন দারুণ মানুষ। ওদের এক ফিল্ড মার্শাল আছে, যিনি নাকি দারুণ যোদ্ধা। আমি শুনলাম, সাতটা যুদ্ধবিমান গুলি করে নামানো হয়েছে। দু’দেশই পরমাণু শক্তিধর। আমি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মোদীকে ফোন করে বললাম, এখন যুদ্ধের মধ্যে আমরা বাণিজ্য চুক্তি করতে পারব না। তারপর পাকিস্তানকেও ফোন করলাম। ওরা বলল, না না, লড়াইটা চলুক! দু’জনই লড়াই করতে চেয়েছিল।’
ট্রাম্প দাবি করেন, তিনি দু’দেশের নেতাদের সঙ্গে কথা বলার পরেই পরিস্থিতি বদলায়। তাঁর কথায়, ‘দু’দিনের মধ্যেই দু’দেশ ফোন করে জানায় যে তারা বুঝেছে, এবং যুদ্ধ থেমে যায়। ভাবুন তো, বাইডেন কি এমনটা করতে পারতেন?’
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনী প্রচারে নিজের কূটনৈতিক দক্ষতা ও আন্তর্জাতিক প্রভাব দেখাতে গিয়েই ট্রাম্প এই দাবি করেছেন। তবে ট্রাম্পের বক্তব্যের পক্ষে বা বিপক্ষে এখনও পর্যন্ত ভারত বা পাকিস্তানের পক্ষ থেকে কোনও সরকারি প্রতিক্রিয়া মেলেনি।

