বিহারে মুসলিম মুখ না থাকা নিয়ে আসাদুদ্দিন ওয়েসির সমালোচনায় সরাসরি কোনও উত্তর দিলেন না তেজস্বী যাদব। বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন (এআইএমআইএম) নেতার মন্তব্য নিয়ে প্রশ্ন করা হলে তেজস্বী বিষয়টি এড়িয়ে যান।
ওয়েসি অভিযোগ করেছিলেন, ‘বিহারে মহাগঠবন্ধন সরকার গঠনের পরও কোনও মুসলিমকে উপমুখ্যমন্ত্রী করা হয়নি। সংখ্যালঘুদের প্রতিনিধি হিসেবে কাউকে সেই পদে দেখতে পাওয়া যায়নি।’ তাঁর দাবি, এটি কেবল রাজনৈতিক উপেক্ষা নয়, মুসলিম সমাজের প্রতি অবিচার।
তেজস্বীকে এ বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে তিনি বলেন, ‘আমরা এখন রাজ্যের উন্নয়ন নিয়ে কাজ করছি। কে কী বলছেন, সেই বিতর্কে যেতে চাই না।’ তাঁর এই বক্তব্য থেকেই স্পষ্ট, ওয়েসির আক্রমণের জবাব না দিয়ে তেজস্বী বিতর্ক এড়ানোর পথই বেছে নিয়েছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নির্বাচনের আগে সংখ্যালঘু রাজনীতির ইস্যুতে সরাসরি প্রতিক্রিয়া না দেখিয়ে তেজস্বী সচেতন রাজনৈতিক বার্তা দিচ্ছেন— তিনি নিজেকে ‘সকলের মুখ্যমন্ত্রী’ হিসেবে প্রতিষ্ঠিত করতে চান।

