কলকাতা, ২৮ অক্টোবর: পশ্চিমবঙ্গের ভোটার তালিকা নিয়ে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া কেন্দ্র-রাজ্য দ্বন্দ্বের নতুন ইস্যুতে পরিণত হলেও নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়ে দিল— “এসআইআর নিয়ে রাজ্যের সঙ্গে কোনো মতভেদ নেই।” শনিবার মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, ভোটার তালিকা সংশোধন একেবারে আইনানুগ ব্যবস্থা এবং তা রাজ্য প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই চলছে।
কমিশনের এই বক্তব্যের পরও তৃণমূল কংগ্রেস অভিযোগ তুলেছে যে, এসআইআরকে হাতিয়ার করে “টার্গেটেড ভাবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার চেষ্টা” চলছে। এর প্রতিবাদে শাসকদল রাজ্যজুড়ে মেগা অ্যান্টি-রিভিশন বিক্ষোভের ডাক দিয়েছে।
কী বললেন নির্বাচন কমিশনার?
মুখ্য নির্বাচন কমিশনারের বক্তব্য অনুযায়ী,
এসআইআর একটি ন্যায়সঙ্গত ও নির্ধারিত প্রশাসনিক প্রক্রিয়া।
কেন্দ্র বা কমিশনের সঙ্গে রাজ্য সরকারের কোনও মতভেদ নেই।
বাড়ি-বাড়ি যাচাইয়ের প্রস্তুতি যথাযথভাবে চলছে।
“ভিত্তিহীন বিতর্ক ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে।”
-কমিশনের তরফে আরও জানানো হয়েছে, এই প্রক্রিয়ায় নাম যুক্ত করা ও সংশোধন করা— উভয় ক্ষেত্রেই নজরদারি জোরদার থাকবে।
‘এসআইআরকে অস্ত্র করা হচ্ছে’: তৃণমূলের অভিযোগ
তৃণমূল কংগ্রেসের দাবি, সংশোধন কার্যক্রমের আড়ালে “রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ডিলিশন” চলছে। দলের অভিযোগ—
বিশেষ সম্প্রদায় ও নির্দিষ্ট এলাকায় বাছাই করে ভোটার বাদ দেওয়ার চেষ্টা।
কেন্দ্রীয় নির্দেশে রাজনৈতিক চাপ প্রয়োগ।
লোকসভা নির্বাচনের আগে প্রশাসনিক পক্ষপাত।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, দল আগামী সপ্তাহ থেকে রাজ্যজুড়ে বৃহৎ গণস্বাক্ষর অভিযান এবং গলি-মহল্লা স্তর পর্যন্ত বিক্ষোভ করবে।
কেন উত্তপ্ত রাজ্য রাজনীতি?
বিশেষজ্ঞদের মতে, এসআইআর মূলত ভোটার তালিকা পরিশুদ্ধ করার প্রক্রিয়া হলেও,
এনআরসি ও নাগরিকত্ব বিতর্কের পর থেকে
অনেকেই এটিকে পরোক্ষ ‘ভোটার ফিল্টারিং’ হিসেবে দেখছেন
যার ফলে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে
আগামী নির্বাচনের আগমুহূর্তে এই ইস্যুতে রাজ্য রাজনৈতিকভাবে আরও তপ্ত হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।
সামনে কবে কী?
রাজ্য প্রশাসন ইতিমধ্যেই মাঠপর্যায়ে BLO-দের প্রশিক্ষণ শুরু করেছে।
আগামী ৪ নভেম্বর থেকে শুরু হবে বাড়ি-বাড়ি যাচাই
৭ ফেব্রুয়ারি প্রকাশ পাবে চূড়ান্ত ভোটার তালিকা
কমিশন বলছে, “প্রক্রিয়াটি স্বচ্ছ হবে”, আর তৃণমূল বলছে “কমিশন নিরপেক্ষ থাকলে প্রমাণ হবে।” আপাতত— নজর রাজ্যবাসীর।

