সংবাদ কলকাতা: আজ, ২৮ অক্টোবর থেকে গোটা পশ্চিমবঙ্গে আনুষ্ঠানিকভাবে শুরু হল ভোটার তালিকার বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া বা এসআইআর (Special Intensive Revision)। নির্বাচন কমিশন জানিয়েছে, চলতি বছরের এই বিশেষ পুনর্বিবেচনার লক্ষ্য হল রাজ্যের প্রতিটি বৈধ নাগরিককে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করা এবং একই সঙ্গে নকল বা মৃত ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া। কমিশনের বক্তব্য— “সুস্থ গণতান্ত্রিক ব্যবস্থার প্রথম শর্ত সঠিক ভোটার তালিকা।”
কী কী হবে এই এসআইআর চলাকালীন?
নতুন ভোটারদের নাম অন্তর্ভুক্তকরণ (বিশেষত ১৮ বছর বা তার বেশি বয়সীদের)
মৃত ব্যক্তিদের নাম তালিকা থেকে বাতিল
ডুপ্লিকেট বা ভুঁয়ো নাম সংশোধন/বাতিল
ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে নাম স্থানান্তর
ভোটার কার্ডে নাম বা বানান ভুল থাকলে সংশোধন
আবেদন কীভাবে করা যাবে?
নাগরিকরা বুথ লেভেল অফিসার (BLO)-এর কাছে ফর্ম জমা দিয়ে বা NVSP ও Voter Helpline অ্যাপের মাধ্যমে ডিজিটাল আবেদনে প্রয়োজনীয় নথি জমা করতে পারবেন। প্রতিটি বুথেই নির্দিষ্ট দিন BLO উপস্থিত থাকবেন, যাতে সাধারণ মানুষ সহজে পরিষেবা পান।
কোন কোন নথি লাগবে?
বয়স প্রমাণপত্র (জন্মসনদ/আধার/স্কুল সার্টিফিকেট)
ঠিকানার প্রমাণ (রেশনকার্ড/আধার/বৈদ্যুতিক বিল ইত্যাদি)
প্রয়োজনে অভিভাবকের পরিচয়পত্র
কতদিন চলবে এই পুনর্বিবেচনা?
সূত্র অনুযায়ী, এই বিশেষ পুনর্বিবেচনা প্রক্রিয়া চলবে ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত। এরপর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্দিষ্ট তারিখ পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। সব মিলিয়ে, ভোটার তালিকাকে শুদ্ধ, আধুনিক ও নাগরিক-সহায়ক করাই নির্বাচন কমিশনের প্রধান উদ্দেশ্য।
কেন এত গুরুত্ব?
আগামী বছরে সম্ভাব্য গুরুত্বপূর্ণ নির্বাচনকে সামনে রেখে কমিশন কোনও ভুল বা বিতর্কের অবকাশ রাখতে চাইছে না। তাই এবার খুব কড়াভাবে বুথভিত্তিক যাচাই করা হবে বলে সূত্রের খবর।

