বিজেপি নেতা এবং কংগ্রেসের প্রাক্তন মুখপাত্র জয়বীর শেরগিল অভিযোগ তুলেছেন যে, কংগ্রেসে যদি প্রকৃত ও স্বচ্ছভাবে অন্তর্দলীয় নির্বাচন অনুষ্ঠিত হতো, তাহলে শশী থারুরই আজ দলের সভাপতি হতেন। তিনি দাবি করেন, কংগ্রেসে গণতন্ত্র শুধু কথার কথা, বাস্তবে সিদ্ধান্ত নেন “একই পরিবার”।
শেরগিল আরও অভিযোগ করেন যে, কংগ্রেস নেতৃত্ব যোগ্যতা নয়, বরং বংশগত প্রভাব ও আনুগত্যকে অগ্রাধিকার দেয়। সেই কারণেই থারুরের মতো জনপ্রিয়, আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন নেতা সভাপতি হওয়ার সুযোগ পান না বলেও তিনি মন্তব্য করেন।
তার বক্তব্য অনুযায়ী, কংগ্রেসে “স্বাধীনভাবে নেতৃত্ব নির্বাচন” হয় না, ফলে দলের ভেতরে প্রকৃত গণতান্ত্রিক জায়গা সংকুচিত হয়ে পড়ছে।

