ব্লু-চিপ প্রযুক্তি, উদ্ভাবন কিংবা দাতব্য কাজ— বিল গেটসের নাম শুনলে সাধারণত এগুলোই মনে আসে। কিন্তু এবার বিশ্বের অন্যতম ধনকুবের এবং সমাজসেবক ঢুকে পড়লেন একেবারে ভারতীয় টেলিভিশনের ‘সাস-বাহু’ জগতে। অবাক হওয়ার মতো ঘটনাই বটে। জনপ্রিয় ধারাবাহিক ‘ক্যাঁউকি সাস ভি কভি বহু থি 2’-এ দেখা মিলতে চলেছে মাইক্রোসফট সহ-প্রতিষ্ঠাতার।
‘দ্য টাইমস অব ইন্ডিয়া’ সূত্রে খবর, ধারাবাহিকটিতে বিল গেটসকে দেখা যাবে বিশেষ ভার্চুয়াল ক্যামিওতে। তিনটি এপিসোড জুড়ে এক আবেগঘন দৃশ্যে স্মৃতি ইরানির চরিত্র তুলসীর সঙ্গে ভিডিও কলে বার্তা দিতে দেখা যাবে তাঁকে।ঘটনার সূত্রপাত হয় তুলসীর এক গৃহপরিচারিকার বেবি শাওয়ার অনুষ্ঠানে। 
সেই অনুষ্ঠানেই হঠাৎই গড়ে ওঠে সংযোগ বিশ্বের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব— বিল গেটসের সঙ্গে। তবে এই উপস্থিতি শুধুই বিনোদনের জন্য নয়, এর পেছনে রয়েছে সামাজিক বার্তা।অনস্ক্রিনে গেটস নিজস্ব পরিচয়েই উপস্থিত থাকবেন এবং আলোচনা হবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উদ্যোগ ও মাতৃস্বাস্থ্য সুরক্ষার ওপর। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, স্মৃতি ইরানি চাইছিলেন এই জনপ্রিয় সিরিজের মাধ্যমে গর্ভবতী মা ও নবজাতকের স্বাস্থ্য প্রসঙ্গে সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে।
এটাই প্রথম নয়, এর আগেও ধারাবাহিকে দেহ-ইতিবাচকতা থেকে নারীর ক্ষমতায়ন— নানা সামাজিক বার্তা তুলে ধরা হয়েছে। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকছে।এদিকে প্রযোজক একতা কাপুরের তত্ত্বাবধানে তৈরি ‘ক্যাঁউকি সাস ভি কভি বহু থি 2’ সম্প্রচারিত হওয়ার পর থেকেই টিআরপি তালিকায় শীর্ষে রয়েছে। সম্প্রতি সিরিজটি আরও এক নস্টালজিক মুহূর্ত তৈরি করেছিল, যখন ‘কাহানি ঘর ঘর কি’-এর পার্বতী অর্থাৎ সাক্ষী তনওয়ারকে দেখা যায় বিশেষ উপস্থিতিতে।

