October 31, 2025
দেশ

এএসআই সন্দীপের আত্মহত্যা মামলায় পরিবারের ক্ষোভ, অভিযুক্তদের গ্রেপ্তার না হলে শেষকৃত্য নয়

চণ্ডীগড়: এএসআই সন্দীপের আত্মহত্যার ঘটনায় উত্তেজনা ক্রমেই বাড়ছে। ঘটনাস্থলে মুখ্যমন্ত্রী নায়ব সিং সাইনি পৌঁছে মৃতের পরিবারের সঙ্গে দেখা করার পরও ক্ষোভ কমেনি তাঁদের মধ্যে। মৃতের চাচাতো ভাই সঞ্জয় সাংবাদিকদের জানান,“আমরা স্পষ্ট বলেছি— আত্মহত্যার নোট ও ভিডিও অনুযায়ী মামলা দায়ের না হলে এবং অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে সন্দীপের শেষকৃত্য করা হবে না।”

সঞ্জয় আরও বলেন,“আমাদের একটাই দাবি— ন্যায়বিচার। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে ভিডিওতে যাঁদের নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু আমরা চাই এই প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়িত হোক।”সূত্রে জানা গিয়েছে, পুলিশের হাতে সন্দীপের লেখা একটি আত্মহত্যার নোট এবং একটি ভিডিও ক্লিপ রয়েছে, যেখানে তিনি একাধিক আধিকারিকের নাম উল্লেখ করেছেন বলে দাবি পরিবারের।

মুখ্যমন্ত্রী সাইনি জানিয়েছেন, “তদন্ত সম্পূর্ণ নিরপেক্ষভাবে হবে, এবং দোষীরা কেউ রেহাই পাবে না।”এদিকে, ঘটনাটি ঘিরে স্থানীয় প্রশাসনের উপর চাপ ক্রমেই বাড়ছে। এলাকাজুড়ে প্রতিবাদ চলছে, এবং সন্দীপের সহকর্মী ও প্রতিবেশীরাও ন্যায়বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন। প্রশাসনের দ্রুত পদক্ষেপ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Related posts

Leave a Comment