November 1, 2025
দেশ

বকসা জেল ঘিরে উত্তেজনা: জুবিন গার্গ কাণ্ডের অভিযুক্তদের গাড়িবহরে হামলা, পুলিশের গুলিবর্ষণ


আসামের মুসলপুরে অবস্থিত বকসা জেলা জেলের চারপাশে মঙ্গলবার চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে, যখন জনপ্রিয় গায়ক জুবিন গার্গের রহস্যময় মৃত্যুকাণ্ডে অভিযুক্ত পাঁচজনকে (যাদের মধ্যে রয়েছেন শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মা) কঠোর পুলিশি নিরাপত্তায় জেলে আনা হয়।জেল ফটকের সামনে পৌঁছনোর সঙ্গে সঙ্গেই স্থানীয় জনতা বিক্ষোভ শুরু করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, জনতার একাংশ অভিযুক্তদের গাড়িবহরে পাথর ছুড়ে মারে এবং কয়েকটি পুলিশ ও সংবাদমাধ্যমের গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ বাতাসে গুলি চালায়।ঘটনায় একাধিক পুলিশকর্মী আহত হন। বিক্ষোভকারীদের দাবি ছিল—শ্যামকানু মহন্ত ও সিদ্ধার্থ শর্মাকে তাদের সামনে হাজির করতে হবে।

পরে পুলিশ লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে ও কয়েকজনকে আটক করে।অভিযুক্ত পাঁচজন—শ্যামকানু মহন্ত, সিদ্ধার্থ শর্মা, সন্দীপন গার্গ, নন্দেশ্বর বরা ও পরেশ বৈশ্য—কে বিশেষ নিরাপত্তায় জেলে রাখা হয়েছে।জেল চত্বরে অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। প্রশাসনের দাবি, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, তবে এলাকাজুড়ে এখনও উত্তেজনা বিরাজ করছে।

Related posts

Leave a Comment