October 31, 2025
টিভি-ও-সিনেমা

বাস্তবেই বিয়ে করলেন ‘হিন্দোল’, অপর্ণার শোক কাটাতে নাকি? কী বললেন মৃত্যুঞ্জয় ভট্টাচার্য

ধারাবাহিক ‘চিরদিনই তুমি যে আমার’-এ যেখানে আইনি বিয়ে ভেস্তে যায়, সেখানে খলনায়ক চরিত্রে অভিনয় করা মৃত্যুঞ্জয় ভট্টাচার্য ওরফে ‘হিন্দোল মিত্র’ কিন্তু বাস্তব জীবনে বিয়ের পিঁড়িতে বসে ফেললেন। অপর্ণার কাছে না পাওয়ার শোক সামলাতেই কি এমন তড়িঘড়ি বিয়ে?অভিনেতার জবাব, “স্ত্রীর দিদিমার অসুস্থতার জন্য আইনি বিয়ে সেরে ফেলতে হল।

আনুষ্ঠানিক বিয়ে হবে ডিসেম্বরে।”ইঞ্জিনিয়ার পেশার পাশাপাশি অভিনেতা মৃত্যুঞ্জয়ের প্রেমের গল্পও সিনেমার মতো। তাঁর স্ত্রী একজন নেটপ্রভাবী। প্রথম দেখাতেই প্রেম, আর সেখান থেকেই শুরু হয়েছিল সম্পর্ক। মৃত্যুঞ্জয় জানিয়েছেন, বাস্তবের অভিজ্ঞতাই নাকি তাঁর অভিনয়ে প্রভাব ফেলেছে।তাঁর কথায়, “‘হিন্দোল’ চরিত্রটি খলনায়ক হলেও, সে নায়িকাকে নিঃশর্ত ভালোবাসে।

এমন চরিত্র ফুটিয়ে তোলা সত্যিই কঠিন।” হাসতে হাসতে যোগ করেন, “বাস্তবের মতো পর্দাতেও এটাই আমার প্রথম বিয়ে। এর আগে যত চরিত্রে অভিনয় করেছি, সব ক’টিতেই আগেই বিয়ে হয়ে গিয়েছিল!”

Related posts

Leave a Comment