December 6, 2025
টিভি-ও-সিনেমা

জয়া বচ্চনের হাতে লাঠির মার খাওয়ার স্মৃতি শোনালেন নিরহুয়া

ভোজপুরি সুপারস্টার দীনেশ লাল যাদব ওরফে নিরহুয়া সম্প্রতি এক সাক্ষাৎকারে শোনালেন তাঁর অভিনয় জীবনের এক অদ্ভুত অভিজ্ঞতা। ২০১২ সালের ভোজপুরি ছবি গঙ্গা দেবী–র শুটিং সেটে তাঁকে নাকি সত্যি সত্যিই লাঠি দিয়ে মেরেছিলেন বলিউড তারকা জয়া বচ্চন।নিরহুয়া জানান, প্রথমবার অমিতাভ বচ্চন ও জয়া বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি এতটাই নার্ভাস ছিলেন যে কী করবেন বুঝে উঠতে পারছিলেন না।

তবে অমিতাভ দ্রুত তাঁর অস্বস্তি কাটিয়ে দেন গল্প, কৌতুক আর আলাপচারিতায়।কিন্তু জয়া বচ্চনের সঙ্গে একটি দৃশ্যে ঘটেছিল অন্যরকম ঘটনা। দৃশ্য অনুযায়ী নিরহুয়ার চরিত্রকে তার স্ত্রীকে চড় মারতে হয়, আর তখন মায়ের চরিত্রে অভিনয় করা জয়া বচ্চন ছেলের ভূমিকায় থাকা নিরহুয়াকে লাঠি দিয়ে মারেন। তবে সেটি নাকি অভিনয় নয়, জয়া আসলেই জোরে আঘাত করেছিলেন বলে জানিয়েছেন অভিনেতা।নিরহুয়ার কথায়, “আমি বললাম—জয়া জি, আপনি তো সত্যি সত্যিই মারছেন!

খন উনি উত্তর দিলেন—তাহলে তুমি কেন আমার বউমাকে মারলে?” যদিও ব্যথা পেয়েছিলেন, নিরহুয়া এটিকে আশীর্বাদ হিসেবেই নিয়েছেন। তাঁর মতে, অমিতাভ ও জয়া বচ্চনের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়া নিজেই এক বিরল অভিজ্ঞতা।গঙ্গা দেবী ছবিটি পরিচালনা করেছিলেন অভিষেক ছাড়া। এতে নিরহুয়ার বিপরীতে ছিলেন পাখি হেজ, আর বলিউডের ‘ব্যাড ম্যান’ গুলশন গ্রোভারও প্রথমবারের মতো ভোজপুরি ছবিতে অভিনয় করেছিলেন।

Related posts

Leave a Comment