31 C
Kolkata
October 31, 2025
দেশ

মা চন্দ্রঘণ্টাকে প্রণাম জানিয়ে আশীর্বাদ প্রার্থনা করলেন প্রধানমন্ত্রী

বুধবার নবরাত্রির তৃতীয় দিনে দেবী চন্দ্রঘণ্টার পূজায় শ্রদ্ধা নিবেদন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে (পূর্বতন টুইটার) শেয়ার করা এক বার্তায় তিনি শান্তি, সাহস এবং নির্ভীকতার প্রতীক মা চন্দ্রঘণ্টার আশীর্বাদ প্রার্থনা করেন।

মোদি লিখেছেন— “মা দেবীর আশীর্বাদ যেন প্রত্যেকের জীবনে ইতিবাচকতা আনুক। তাঁর কৃপায় সমগ্র দেশের আমার পরিবার সুখ, সমৃদ্ধি ও সৌভাগ্য লাভ করুক—এই প্রার্থনা করছি।”

নবরাত্রি হল দেবী দুর্গার আরাধনার নয়দিনব্যাপী উৎসব। প্রতিদিন দেবীর এক একটি রূপের পূজা করা হয়। তৃতীয় দিনে পূজিত হন মা চন্দ্রঘণ্টা। পুরাণ মতে, চন্দ্রঘণ্টা হলেন দেবী পার্বতীর বিবাহিত রূপ, যিনি সাহস, নির্ভীকতা ও শান্তির প্রতীক। ভক্তদের বিশ্বাস, তাঁর পূজা মানসিক শান্তি, সাহস এবং নেতিবাচক শক্তি থেকে রক্ষা প্রদান করে।

নবরাত্রির সময় ভারতের বিভিন্ন প্রান্তে নানা আঞ্চলিক বৈচিত্র্যে উৎসব পালিত হয়। গুজরাটে হয় গারবা ও ডান্ডিয়া নৃত্য, পশ্চিমবঙ্গে রূপ নেয় দুর্গাপূজার মহোৎসবে। দক্ষিণ ভারতে ঘরে ঘরে বসানো হয় ‘গোলু’, হয় সামাজিক প্রার্থনা ও সাংস্কৃতিক কর্মসূচি।

এই বৈচিত্র্যময় উৎসবের আবহে প্রধানমন্ত্রীর বার্তা কোটি ভক্তের সঙ্গে সুর মিলিয়ে বিশ্বাস, ইতিবাচকতা এবং সমৃদ্ধির গুরুত্বকে তুলে ধরেছে।

Related posts

Leave a Comment