October 31, 2025
কলকাতা

দুর্গাপুজোর মাঝে নজিরবিহীন বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা, মৃত ৭, জলজটে থমকে মেট্রো পরিষেবা

ছবি: সৌজন্যে সামাজিক মাধ্যম

সংবাদ কলকাতা, ২৩ সেপ্টেম্বর: দুর্গাপুজোর উৎসবের মাঝেই নজিরবিহীন বৃষ্টিতে কার্যত থমকে গেল কলকাতা। সোমবার গভীর রাত থেকে টানা সাত ঘণ্টার বৃষ্টিতে শহরের বিভিন্ন প্রান্তে জল জমে যায়। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী, ৩০০ মিমিরও বেশি বৃষ্টিপাত হয়েছে।

প্রশাসনিক সূত্রে জানা গেছে, অন্তত সাতজন নাগরিক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন। মৃতদের ঘটনাস্থল শহরের পাঁচটি পৃথক এলাকা—নেতাজি নগর, কালীকাপুর, মোমিনপুর, বালিগঞ্জ প্লেস এবং বেনিয়াপুকুর।

অভূতপূর্ব এই জলজটের কারণে শহরের যাতায়াতে ব্যাপক বিঘ্ন ঘটে। মেট্রো পরিষেবা আংশিকভাবে বন্ধ রাখা হয়। মহানায়ক উত্তমকুমার ও রবীন্দ্র সরোবর স্টেশনের মাঝে জল জমার কারণে শহিদ ক্ষুদিরাম থেকে ময়দান পর্যন্ত পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়। আপাতত দক্ষিণেশ্বর থেকে ময়দান পর্যন্ত সংক্ষিপ্ত পরিষেবা চালানো হচ্ছে। মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, দ্রুত পাম্প দিয়ে জল সরানোর কাজ চলছে।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দৃশ্যে দেখা গেছে, রেললাইনের ট্র্যাক, দোকানপাট ও রাস্তাঘাট হাঁটু সমান জলে ডুবে রয়েছে। বিদ্যুৎ ও ইন্টারনেট পরিষেবাও শহর ও উপকণ্ঠে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একাধিক দুর্গাপুজোর প্যান্ডেলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, নিম্নচাপের কারণে আগামী কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। আগামী ২৫ সেপ্টেম্বরও কলকাতা ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

Related posts

Leave a Comment