মধ্যপ্রদেশের ভোপালের আওধপুরী এলাকায় নবরাত্রি শুরু হতেই গরবা প্যান্ডেলে টাঙানো হলো বিতর্কিত ব্যানার। ‘শ্রীকৃষ্ণ সেবা সমিতি’ নামক হিন্দু সংগঠন ব্যানারে লিখেছে— “গরবা প্যান্ডেলে জিহাদিদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ।”ব্যানারে আরও হুমকি দেওয়া হয়েছে, কেউ নিয়ম ভাঙলে তাকে “ঘর ওয়াপসি” (হিন্দুধর্মে প্রত্যাবর্তন) করানো হবে, আর অস্বীকার করলে জুতো, স্যান্ডেল ও লাঠি দিয়ে “ঠান্ডা” করা হবে। ব্যানারে প্রতীকী ছবি টাঙিয়েও বিষয়টি স্পষ্ট করা হয়েছে।গরবা প্যান্ডেলে প্রবেশের জন্য সমিতি পাঁচটি শর্ত বেঁধে দিয়েছে—
- কপালে তিলক
- ডান হাতে কালোয়া (পবিত্র সূতো)
- আধার কার্ড দেখানো
- প্রবেশের সময় গঙ্গাজল বা গোমূত্র গ্রহণ
- বরাহা দেবী ও দুর্গার ছবির সামনে হাত জোড় করে প্রণাম
এছাড়াও সংগঠনের কয়েকজন সদস্যকে হাতে লাঠি নিয়ে স্লোগান দিতে দেখা গেছে।বিতর্কিত পদক্ষেপকে সাফাই দিয়ে সমিতির সভাপতি গোপাল তোমর বলেন, “যারা সনাতন ধর্মকে মানে, মহিলাদের মা রূপে সম্মান করে, দেবীকে আরাধনা করে, তারা স্বাগত। এই নিয়মগুলো তাদের জন্য যারা আমাদের উৎসবকে অপমান করে এবং বিশৃঙ্খলা ছড়ানোর চেষ্টা করে।”
