উত্তরপ্রদেশের বাহরাইচ জেলার গন্ধু ঝালা গ্রামে শনিবার সকালে ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। সকাল প্রায় ১০টার সময় বাড়ির বারান্দায় দুধ খাওয়ার সময় ৩ বছরের অঙ্কেশা নামে এক শিশুকে হঠাৎই একটি বন্যপ্রাণী—যা নেকড়ে বলে ধারণা করা হচ্ছে—তুলে নিয়ে যায়।শিশুর মা আঙিনায় বসে ছিলেন, তখনই প্রাণীটি হঠাৎ এসে শিশুটিকে টেনে নিয়ে যায়। মায়ের আর্তচিৎকার শুনে গ্রামবাসীরা লাঠি ও লোহার রড নিয়ে খোঁজ শুরু করেন। তবুও এখনো পর্যন্ত শিশুটি বা প্রাণীটির কোনো সন্ধান পাওয়া যায়নি।অঙ্কেশা চার ভাইবোনের মধ্যে সবচেয়ে ছোট।
তার বাবা রক্ষা রাম, যিনি একজন দিনমজুর। পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। এই ঘটনার পর থেকে বাবা শোকে অচেতন হয়ে পড়ছেন বারবার।গ্রামবাসীরা অভিযোগ করেছেন, গত ১০ দিনে একাধিক আক্রমণের ঘটনা ঘটলেও বন দফতর কোনো ব্যবস্থা নেয়নি। তাদের দাবি, কর্মকর্তারা এখনো পর্যন্ত নিশ্চিত করতে পারেননি আসলেই কোন প্রাণী এই হামলার জন্য দায়ী।জেলা বন কর্মকর্তা রাম সিং যাদব জানান, “আজ সকালে একটি বন্যপ্রাণী একটি শিশুকে তুলে নিয়ে গেছে।
মায়ের মতে, এটি নেকড়ে। ঘটনাস্থল আখক্ষেতের পাশে, যেখানে প্রায়ই বন্যপ্রাণী আশ্রয় নেয়। বনদফতর গ্রামবাসীদের সহযোগিতায় প্রাণীটির খোঁজ করছে।”কাইসারগঞ্জের সমাজবাদী পার্টির বিধায়ক আনন্দ যাদব পরিবারটির সঙ্গে দেখা করে শোক প্রকাশ করেন এবং দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।প্রতিবেদন অনুযায়ী, কাইসারগঞ্জ তহসিল ও ফখরপুর ব্লক-এ গত ১০ দিনে নেকড়ের হামলায় অন্তত ২ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়েছে। বনকর্মীরা এখনো অভিযান চালাচ্ছেন, কিন্তু সাফল্য না আসায় গ্রামবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ক্রমশ বাড়ছে।
