November 1, 2025
দেশ

জোধপুরে দৃষ্টিহীন শিক্ষার্থীদের কলেজের শিলান্যাসে আসছেন অমিত শাহ

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রবিবার দুপুরে অল্প সময়ের জন্য জোধপুর সফরে যাচ্ছেন। তিনি দৃষ্টিহীন শিক্ষার্থীদের জন্য নত্রহীন বিকাশ সংস্থানের উদ্যোগে নির্মীয়মাণ কলেজ ভবনের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দেবেন।সূত্র অনুযায়ী, বিকেল প্রায় ৩টা ৫০ মিনিটে শাহের বিমান জোধপুর বিমানবন্দরে অবতরণ করবে। সেখান থেকে সরাসরি তিনি সান সিটির রামরাজ নগরে অনুষ্ঠানস্থলে পৌঁছাবেন।

তিনি সন্ধ্যা ৫টা ৩০ মিনিট পর্যন্ত সেখানে থাকবেন এবং পরে ৫টা ৫০ মিনিটে সুরাটের উদ্দেশে রওনা দেবেন।অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা এবং কেন্দ্রীয় পর্যটন ও সংস্কৃতি মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত। মুখ্যমন্ত্রী শর্মা রবিবার দুপুরে জয়পুর থেকে বিমানে জোধপুর আসবেন। ইতিমধ্যেই জোধপুর বিমানবন্দর থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত ভিভিআইপি রুটে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।এদিকে, আগামী সপ্তাহের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও রাজস্থানে আসবেন। তিনি ২৫শে সেপ্টেম্বর বাঁসওয়াড়ায় গুরুত্বপূর্ণ কর্মসূচিতে যোগ দেবেন।

Related posts

Leave a Comment